‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী চাটখিল উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে ২ মার্চ (শনিবার) সকাল ১০টায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালন করেছে উপজেলা নির্বাচন অফিস। এ উপলেক্ষ্য উপজেলার বিভিন্ন চত্বরে র্যালি মাধ্যমে দিবসটির জানান দেওয়া হয়। র্যালি শেষ নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মো: কামাল হোসেন সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, চাটখিল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারি মমিনুল ইসলাম, জাকির হোসেন, হেদায়েত উল্যা, শামিম হোসেন, আরিফুর রহমান, আসাদুজ্জামানসহ চাটখিল সরকারি কলেজ শাখার রেডক্রিসেন্ট এর ১০ সদস্য ও স্কাউটের ১০ সদস্যের একটি টিম।
এসময় উপজেলা নির্বাচন অফিসার মো: কামাল হোসেন জানান, জাতীয় ভোটার দিবস পালন করার মাধ্যমে আমরা জানাতে চাই প্রত্যেক ভোটার সঠিক তথ্য দিয়ে যেন ভোটার হয়। ভোটারদের যাতে কোন ধরনে হয়রানি না হয় এজন্য সবাইকে এই দিবসটির মাধ্যমে জানানো হচ্ছে বলে মনে করেন তিনি। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে ২০ থেকে ২৫জনকে নতুন ভোটার করা হয়েছে।
৫ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৯ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২২ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে
২৭ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৫ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে