বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেছেন , মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসণের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্ধ দিয়েছেন, সে পরিমাণ অর্থ ঢাকা শহরের জন্যও দেননি। কিন্তু, নগরবাসি এর সুফল এখনো পাওয়া শুরু করেনি। গত সপ্তাহে প্রচন্ড বৃষ্টিতে চট্টগ্রাম শহরের প্রায় ৪০ শতাংশ পানিতে তলিয়ে গিয়েছিল। এর ফলে মানুষের ব্যাপক দুর্ভোগ হয়েছে। গত বর্ষা এবং এ বর্ষায় যে পরিমান জলাবদ্ধতা হয়েছে সেটা নিয়ে জনগণের মধ্যে কিছুটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। ফলে বিভিন্ন সংস্থার মধ্যে ভুল বোঝাবুঝিও হয়েছে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসণের জন্য যখন প্রকল্পের টাকা বরাদ্ধ দেওয়া হয়, তখন সেটা ডলারের পরিমানে ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার। এখন সেটি ১ বিলিয়ন ডলারের সমান। প্রকল্প সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যে আমরা বেশ কয়েকবার বসেছি। কেনো আমরা সুফল পাচ্ছি না, কোথায় সমস্যা কিংবা সমন্বয়ের অভাব সেটি আলোচনা করার জন্যই আমরা বসেছি। ফলে কিছুটা সমন্বয় হয়েছে , তবে আরো সমন্বয় হওয়া প্রয়োজন। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করতে হলে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
১১আগষ্ঠ শুক্রবার রাত ৮ টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাংসদ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
৭ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৩ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
৬৮ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৮ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯০ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯১ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে