চট্টগ্রাম নাগরিক ফোরামের ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেছেন, সারাদেশের সচেতন প্রতিটি নাগরিকের প্রশ্ন- বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেখানে সারাদেশে শত শত সেতু ওমেগাপ্রকল্প হয়েছে, সেই বিবেচনায় কালুরঘাটে নতুন সেতু নির্মাণ এতোদিনেও যে হয়নি তা ভাবতেও অবাক লাগে। বিশেষ করে বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, এম পি ও সংশ্লিষ্ট কতৃপক্ষ এই নতুন সেতুটি হবে বলে একাধিকবার ঘোষনা দিয়ে জনগণকে আশ্চস্থ করেছিলেন বছরের পর বছর। আজ কেন এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা আপনারা বেশ ভালোভাবেই অবগত।"
তিনি আরো বলেন, "কর্ণফুলীর কালুরঘাটে নতুন সেতু নির্মাণ নিয়ে আপামর চট্টগ্রামবাসী তথা দেশবাসী খুব হতাশ হয়ে গেছে। বিশেষ করে বোয়ালখালী, চান্দগাঁও, মোহরা, পাঁচলাইশ, আনোয়ারা, কর্ণফুলী থানা এলাকা, পটিয়া, রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের সর্বস্তরের জনগণ এই ইস্যুটি নিয়ে সংশ্লিষ্ট মহলের রহস্যজনক গড়িমসি ও দীর্ঘসূত্রিতার কারণ মনে করেছেন।"
ব্যারিস্টার মনোয়ার বলেন, "সেতুটি না হওয়ায় মানুষ মানসিক আঘাত পেয়েছে, কারণ এখানকার প্রতিটি নাগরিক আশা করেছিলেন নতুন সেতুটির কাজ এর মধ্যে একদিন না একদিন শুরু হবে। অনেক আশা আর স্বপ্ন ছিল এটি নিয়ে, কিন্তু এখন তাদের প্রশ্ন এই নতুন সেতু কি আদৌ তারা তাদের জীবদ্দশায় দেখে যেতে পারবেন কিনা। এখন গোঁ দের উপর বিঁষ ফোঁড়ের মত, কালুরঘাট সেতু সংস্কারের নামে অপর্যাপ্ত ফেরি চলাচল মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।"
সমাবেশে বক্তারা বলেন, "আমরা আপামর চট্টগ্রামবাসী সরকারের কাছ সুনির্দিষ্ট অঙ্গীকার চাই। কালুরঘাটে নতুন সেতুর কাজ শুরু হবে। এ প্রকল্প একনেকে এবং মন্ত্রিসভা থেকে জরুরিভাবে অনুমোদন নিতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের রয়েছে তার প্রতি আস্থা ও বিশ্বাস। যদি নতুন সেতু নির্মাণের দ্রুত ঘোষণা সরকারের পক্ষ হতে না এলে আমরা আপামর চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো।"
৭ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১০ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৬৩ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৬৫ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
৬৮ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৮ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৯০ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৯১ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে