আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম ১১ বন্দর - পতেঙ্গা ( জাতীয় সংসদের আসন নং ২৮৮ ) এলাকায় নৌকার মাঝি কে হচ্ছেন তা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে।
এরই মধ্যে এই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ২৮ জন মনোনয়ন ফরম কিনেছেন। এ নিয়েও দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। সর্বত্র আলোচনার ঝড় উঠছে কে পাচ্ছেন , কে হচ্ছেন নৌকার মাঝি ?
এ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা দীর্ঘ হলেও মূল আলোচনায় রয়েছে ৪ জন, এরা হলেন বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ , আ জ ম নাছির উদ্দীন, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। এর মধ্যে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তার জন্য হয়তো আরো একদিন অপেক্ষা করতে হবে।
চট্টগ্রাম জেলার ১৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে। এই আসনের মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৪০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৬১ হাজার ৩৪ জন এবং নারী ২ লাখ ৪৬ হাজার ৩৭১ জন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০টি ওয়ার্ড নিয়ে গঠিত এই সংসদীয় আসনের এলাকাতেই চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) ও কর্ণফুলী ইপিজেড।
বন্দর ও দুটি ইপিজেডকে ঘিরেই এখানে বসতি গড়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শ্রমজীবী মানুষ। পাশাপাশি বন্দর-পতেঙ্গা এলাকার আদি বাসিন্দারাও আছেন।
৬ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ২২ মিনিট আগে
৬২ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৪ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৭ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৬৭ দিন ১৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৮৯ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯০ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে