কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগষ্ট ৯ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে বিডিআর বিদ্রোহে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্বরে হেফাজতের আলেমদের গণহত্যা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নির্বিচারে গণহত্যার হুকুমদাতা শেখ হাসিনার গ্রেফতারের দাবিতে এ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
দলের নেতাকর্মীদের ওপর অব্যাহত নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর চলমান দমন-পীড়নের নিন্দা জানিয়ে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি তুলেন ।
কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মীর কাশেম বাদশা সমাবেশে বক্তব্য প্রদান করে বলেন, "নিহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি। আমাদের দলের নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালিয়েছে তার প্রতিবাদে আজকের এই মিছিল।
অবিলম্বে শেখ হাসিনার শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এবং তার শাসনামলে দেশজুড়ে যে হত্যাকাণ্ড ও নির্যাতন হয়েছে, স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পর শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে।
দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে, এবং আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।"বিক্ষোভকারীরা শ্লোগানে শ্লোগানে তাদের দাবি ও ক্ষোভ প্রকাশ করে। এসময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৩ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
৩৩ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে
৩৬ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৬ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে