সোনাগাজীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সোনাগাজীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ।
এসময় মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের জীবন এবং কর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন, লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ সোনাগাজীর শারীরিক অক্ষম বা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ করার ঘোষণা দেন।
সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩১শে জুলাই (সোমবার) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সৈয়দ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ এর সঞ্চালনায় এসময় মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার ও আওয়ামিলীগ নেতা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম কাজী, মুক্তিযোদ্ধা কবির আহমদ, ফারুক আহমদ, আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল আরেফিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মেম্বার, মুক্তিযোদ্ধা নুরুল আলম মেম্বার, আবু বক্কর ছিদ্দিক গেরিলা মেম্বার সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দ।
উল্লেখ্য যে, জাহাঙ্গীর ফিরোজ একজন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী, তিনি যুক্তরাজ্যের লন্ডন শহরে বসবাস করেন, তিনি যুক্তরাজ্য, বাংলাদেশ, ভারত, নেপাল সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৬শতাধিক শারীরিক অক্ষম বা প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা করেছেন এবং তার মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তাকে প্রতিবন্ধীর বন্ধু বলা হয়।
৩৫২ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৫৬ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৩৫৯ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৫৯ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬৩ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৬৭ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৭৬ দিন ৭ মিনিট আগে
৩৭৬ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে