টাঙ্গাইলের মধুপুর যেনো কুয়াশার চাদরে ঢাকা। শীতের আগাম বার্তা নিয়ে হাজির হয়েছে ঘন কুয়াশা। রাস্তা- ঘাট, ফসলের মাঠ সবাই যেনো চাদর জড়িয়ে ঘুমিয়ে আছে।
১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল বেলা এমনই দৃশ্য দেখা যায় মধুপুরের বিভিন্ন এলাকায়। সকালে দেখা যায় বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘাস, ধানের ডগা, গাছের পাতা ও বাড়ি ঘরের টিনের চাল বেয়ে ফোটা ফোটা শিশির বিন্দু পড়তে দেখা গেছে। তাছাড়া কোথাও কোথাও গাছের নিচের রাস্তা ভেজা দেখা গেছে।
পাঁচ পোটল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ জানান প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে দেখি রাস্তায় ঘন কুয়াশা চারদিকে কিছু দেখা যাচ্ছে না।
মহিষমারা ইউনিয়নের এ এইচ বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার জানান তার এলাকায় আনারসের বাগান, গাছের বাগান সবই যেনো কুয়াশায় ঢেকে গেছে। আশ্রা গ্রামের ব্যবসায়ী আল আমীন বলেন আমাদের এলাকায় ও ঘন কুয়াশা দেখা গেছে।
মধুপুর পৌরসভার আদালত পাড়ার ক্লিনিক ব্যবসায়ী খোকন ও আশা বেকারির ম্যানেজার আবদুল মজিদ জানান এ বছরের প্রথম এ রকম কুশয়াশা দেখছেন তারা।
উত্তর টাঙ্গাইলের মধুপুর, গোপালপুর , ধনবাড়ী ও লাটাই এলাকার বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র পাওয়া যায়। গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের আজগরা গ্রামে সকাল ৯:১৮ টায় এবং ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচ পোটল গ্রামের বিভিন্ন এলাকায় ৯:৩৫ টার সময় দেখা যায় সূর্যের আলো পড়ছে এবং কুয়াশা কিছুটা রয়েছে। ক্রমে ক্রমে রোদ প্রখর হচ্ছে এবং কুয়াশা বিলীন হচ্ছে।
হঠাৎ ভারী বৃষ্টি ও হঠাৎ ঘন কুয়াশার কারণে শংকিত স্থানীয়রা।
৩৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩১ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪৯ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫০ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬৬ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
২৯৮ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩০৪ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে