মধুপুরের গড় এলাকার আদিবাসী জনগোষ্ঠীর আ'বিমা ফেস্টিভ্যাল হল মেলবন্ধনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আ'বিমা অর্থ হলো মাটির মা। ফেস্টিভ্যাল হল আনন্দ উৎসব। যা আদিবাসী সম্প্রদায়ের একটি মেলবন্ধনের সৃষ্টি করে। সংস্কৃতি চর্চা একটি জাতি গোষ্ঠীর ধারক ও বাহক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ময়মনসিংহ -১ হালুয়া ঘাট উপজেলার আদিবাসী সংসদ সদস্য জুয়েল আরেং বলেন - এ অঞ্চলে আদিবাসীদের বসবাস। এখানে সাংস্কৃতিক চর্চা হয়। যদি এখানে একটি কালচারাল একাডেমি হয় তবে তা সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখবে। আ'বিমা ফেস্টিভ্যালে প্রধান অতিথির বক্তব্যে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শুক্রবার ১৩ অক্টোবর মধুপুর গড়াঞ্চালের কুড়াগাছা ইউনিয়নের মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রলয় নকরেক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন আ'বিমা কালচারাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি অজয় এ মৃ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের রেমন্ড আরেং, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন মধুপুর উপজেলার ভাইসচেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ সভাপতি ইউজিন নকরেক, আচিক মিচিক সোসাইটির সভাপতি সুলেখা ম্রং, অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক মিঃ নির্জন সিমসাং, সদস্য সচিব পৌল সিমসাং, প্রমুখ।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি মধুপুর গড়াঞ্চালে আবিমা অনুষ্ঠান টি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। গারো জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীও এ আ'বিমা অনুষ্ঠান উপভোগ করে থাকে।
আ'বিমা হল একটি আচিক বা গারো শব্দ। এর অর্থ মাটির মা। গারোরা ভারতের মেঘালয়সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জুম চাষ করতো। তাদের পূর্ব পুরুষেরা জুমের ফসল ফলনের দিক বিবেচনা করে মধুপুর অঞ্চলকে আ'বিমা হিসেবে আখ্যায়িত করেছেন। মাটির উর্বরতার কারণে তারা মধুপুরের মাটিকে আ’বিমা অর্থাৎ মাটির মা বলে থাকে।
৩৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১৫ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩১ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪৯ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫০ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬৬ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
২৯৮ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩০৪ দিন ৮ ঘন্টা ৪৭ মিনিট আগে