বিদ্যালয় ভিত্তিক স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রামে কিশোর - কিশোরীদের সচেতনতায় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছেন জেলা ও উপজেলার শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার রোকনুজ্জামান রনজু।
টাঙ্গাইলের মধুপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর স্বাস্থ্য কমর্সুচীর আওতায় এ কাজটি করছেন রোকনুজ্জামান রনজু উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আওতাধীন গোলাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত আছেন। গত বছর বিশ্ব জনসংখ্যা দিবসে জেলার শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে নির্বাচিত হোন । এবারও উপজেলায় শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন তিনি । তার সাথে কথা বলে জানা যায় বাল্যবিবাহের কুফল ও করণীয়, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ পুষ্টি ও খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । যাতে প্রান্তিক পর্যায়ে বিদ্যালয়ের কিশোর কিশোরীগণের আরও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন এ কাজটি সুন্দর, সহজ করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তার টেরিটোরির বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও আশ্রায়ন প্রকল্পে সুস্বাস্থ্য বিষয়ে পরামর্শ প্রদান করেন
তিনি।
মাঠ পর্যায়ে বিদ্যালয় ভিত্তিক কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ে গোলাবাড়ী ইউনিয়নের বানুরগাছি উচ্চ বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষক হারুন অর রশিদ জানান, তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে পরিচালিত স্বাস্থ্য সেবা প্রোগ্রাম দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে ।
এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ফি্ল্ড পর্যায়ে উপসহকারি মেডিকেল অফিসারদের সহায়তায় স্বাস্থ্য বিষয়ে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, আশ্রায়ন প্রকল্প এলাকা এবং পাড়া মহল্লায় উঠুন বইঠক করে সচেতনতা ও পরামর্শ প্রদান করি।
মেডিকেল অফিসার এমসিএইচ এফপি ডা. শারমিন বলেন, রোকনুজ্জামান রনজু গত বছর জেলা এবং এ বছর উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন। তার কাজে সন্তুষ্ট তিনি। তিনি আরো বলেন, এ উপজেলায় সকল উপসহকারি মেডিকেল অফিসার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের গ্রাম পর্যায়ে যে কয়েকটি প্রোগ্রাম আছে তা যথাযথ ভাবে টিম ওয়ার্কের মাধ্যমে বাস্তবায়নে সহায়তা করা ও স্বাস্থ্য সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়াই অঙ্গিকার তাদের।