ঢাকার সিজেএম আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর দেশজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আইজিপি স্যার এবং ডিআইজি, রংপুর রেঞ্জ স্যারের নির্দেশনা মোতাবেক দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পিপি, এপিপি, বার কাউন্সিলের সভাপতি মহোদয়ের সাথে আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় করেন।
এ সময় আদালত প্রাঙ্গনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং সকল ডিউটিরত পুলিশ সদস্যদের নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), শেখ মো.জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদস সার্কেল), দিনাজপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
৫ দিন ৫৬ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ দিন ৯ ঘন্টা ২২ মিনিট আগে
৩৫ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৫১ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৩ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে