নীলফামারীর ডোমার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া দেওনাই নদী সংলগ্ন দো-মুখা গঙ্গঁামাতা বিষ্ণু মন্দির রক্ষার লক্ষে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। বস্তায় ব্লক তৈরিতে সিমেন্ট কম, বালুর পরিমাণ বেশী, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং সেই বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ করেছে এলাকাবাসাী।
সরেজমিনে গিয়ে দেখাযায়, নদীর ভাঙ্গন হতে দো-মুখা গঙ্গামাতা বিষ্ণু মন্দির রক্ষার লক্ষে বাধ নির্মাণ করা হচ্ছে। সেই বাঁধ হতে ৫০গজ দুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান। জনমনে প্রশ্ন মন্দিরের ভাঙ্গন রক্ষায় বাধ নির্মাণ অথচ বাধের পাশেই ড্রেজার মেশিন দিয়ে গভীর গর্তের কারনে এই বাধ কতদিন টিকবে?
পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, ২৯ লক্ষ ৭৯ হাজার ৯১৯ টাকা ব্যায়ে নদী ভাঙন হতে মন্দির রক্ষা প্রকল্পের আওতায় ১ শত ৩০ মিটার বাঁধ নির্মানের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ইউনাইটেড ব্রাদার্স রংপুর। নির্মাণে ৩ হাজার ৩৫১ টি জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করার পর সেন্ট সিমেন্ট দিয়ে পিসিং করে মন্দির রক্ষা করা হবে।
স্থানীয় কমল রায় ও শ্যাম অধিকারী অভিযোগ করে বলেন, প্রকল্পটিতে সরকার সকল খরচ ধরে টেন্ডার দেন। অথচ বাধের পাশে ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করে কাজ করছেন তারা। সরকার বালুর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে টাকা দিয়েছে, কিন্তু তারা অন্য জায়গা থেকে বালু না কিনে নদী থেকেই বালু উত্তোলন করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছে। আর আমরা সাধারণ মানুষ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোণ করলে, আমাদের জেল জরিমানা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কি বৈধ বলেও তারা প্রশ্ন করেন। তারা আরো বলেন, বালু ও সিমেন্ট দিয়ে চটের বস্তায় যে ব্লক তৈরি করা হচ্ছে সেখানে বালুর পরিমান বেশী ও সিমেন্টের পরিমান কম দেওয়া হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়ে ঠিকাদার জাফর আলম বলেন, নিয়ম মেনেই বাঁধ নির্মানের কাজ করা হয়েছে। কিছু বালু শ্রমিক দিয়ে উত্তোলণ করা হয়েছে। আর কিছু বালু ড্রেজার মেশিন দিয়ে উত্তোলণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করার বিষয়ে ইউএনও স্যারকে বলেছি। তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলার কথা। এর পরে আমার কাছে আর কোন তথ্য নাই।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণের বিষয়টি স্বীকার করে জানান, নদীর ভাঙন হতে মন্দির রক্ষায় বিপরীত দিকে সামান্য খনন করা হয়েছে। যাতে পানির প্রবাহ মন্দিরের বিপরীতে যায়।
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে