নীলফামারীর ডোমারে এবছরের পবিত্র হজ্জ্ব পালন করা নতুন হাজীদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২শে আগস্ট) সকাল ১০টায় ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের তৃতীয় তলায় ডোমার উপজেলা হাজী কল্যাণ সমিতির আয়োজনে নতুন হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ডোমার উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ সামছুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও সম্পাদক আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা হাজী কল্যাণ সমিতির উপদেষ্টা ও সাবেক সাংসদ এন কে আলম চৌধুরী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুসলিম উদ্দিন, নীলফামারী সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম কাসেমী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, হজ্জ্ব পালনের উদ্দেশ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে যদি প্রশিক্ষণের কোনো ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে যারা নতুন হাজী হিসেবে হজ্জ্ব করতে যাবে তাদের জন্য অনেক সুবিধা হবে। সরকারের পক্ষ থেকে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে, আরো অনেক মানুষ হজ্জ্ব পালনে সুযোগ পাবে। পাশাপাশি সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে, হাজীদের জন্য উপকার হবে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া হাজীদের সংবর্ধনা অনুষ্ঠানে তদারকি করেন আলহাজ্ব জহিরুল হাসান দিপু। এবারের ৪২ জন নতুন হাজীকে ‘এসো কাবার পথে’ নামের একটি বই ও ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে নীলফামারী জেলার প্রত্যেক উপজেলার হাজী কল্যাণ সমিতির প্রতিনিধি ও ডোমার উপজেলার নতুন-পুরাতন সহ প্রায় দুই শতাধিক হাজী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও হাজীগণের জন্য বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন—ডোমার উপজেলা হাজী কল্যাণ সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম। পরে, সকল হাজী একত্রিত হয়ে মসজিদের তৃতীয় তলায় জোহরের নামাজ আদায় করেন।