নীলফামারীর ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থানের উত্তর-পশ্চিম প্রান্তে ৮নং গেইট নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮শে আগস্ট) সকালে উপজেলার বড়রাউতা মাদ্রাসাপাড়া ও আরডিআরএস মোড় সংযোগ সড়ক সংলগ্ন ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের উত্তর-পশ্চিম প্রান্তে মূল ফটক নির্মান কাজের উদ্বোধন করেন—ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান জুয়েল, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামছুল আলম, কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ মমিনুল হোসেন রব্বু, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ বিন আমিন সুমন, কার্যনির্বাহী সদস্য ওসমান গনি, আলহাজ্ব ডাঃ মোঃ সামছুল হক ভূইয়া প্রমূখ।