“সবাই মিলে কাজ করি, ফিস্টুলা নির্মুল করি”—এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে এনজিও প্রতিনিধি এবং পল্লী চিকিৎসকদের সমন্বয়ে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
মঙ্গলবার (১২ই সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, সাবেক স্বাস্থ্য পরিদর্শক মোঃ বেলাল উদ্দীন প্রমূখ।
সভা শেষে উপজেলার সোনারায় ও ডোমার কমিউনিটি ক্লিনিকে ৩০-৬০ বছর বয়সী বিবাহিত নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির আওতায় ভায়া ক্যাম্প পরিদর্শন করেন সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগীয় প্রতিনিধি দল।
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে