‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্যে সারাদেশে প্রথমবারের মতো পালিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ই সেপ্টেম্বর) বেলা ১২টায় ডোমার উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে উন্নয়ন মেলার আলোচনা সভায় সমবেত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী প্রমূখ সহ স্থানীয় সরকারের সকল ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ ও সুধীজন।
এসময় ২০০৯ থেকে ২০২৩ অব্ধি ডোমার উপজেলায় ইউপি কার্যালয় কমপ্লেক্স, শিক্ষা অবকাঠামো নির্মাণ, সড়ক-কালভার্ট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্যচিত্র ও প্রতিচ্ছবি উন্নয়ন মেলায় স্থাপিত স্টলগুলোতে দেখানো হয়।
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে