গত কয়েকদিনের প্রবল বর্ষণে নীলফামারীর ডোমার উপজেলার কলমদার নদীর পানি বেড়ে গিয়ে সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সেতুটির নিচের ক্যানেলের ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নেন ইউপি চেয়ারম্যান রাসেল।
রবিবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ হাটের পার্শ্বে বাঁশের পুল এলাকায় আগে থেকে ভাঙা সেতুর নিচ দিয়ে পানি প্রবাহ বাঁধাগ্রস্ত হওয়ায় ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা শ্রমিক ও স্বেচ্ছাসেবক দিয়ে সেতুটির তলদেশের সকল ময়লা-আবর্জনা সরিয়ে নেন।
এতে সেতুর উপর দিয়ে পানি প্রবাহ কমে গিয়ে ভারী বর্ষণে বেড়ে যাওয়া কলমদার নদীর পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। জনদুর্ভোগ ও ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে পরিত্রাণ দেওয়ায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। তবে সেতুটি দ্রুত সংস্কারের মাধ্যমে জনগণের ভোগান্তি লাঘবের দাবি জানান তারা।
এবিষয়ে ১০নং হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল রানা জানান, ভারী বর্ষণের কারণে সবজায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একইভাবে, কলমদার নদীর পানি বেড়ে গিয়ে বাঁশেরপুল সেতুর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। ঘটনাটি জানার পর তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে সেতুটির ৩টি ক্যানেল সদৃশ প্রবাহ পথে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করার উদ্যোহ নিই। দ্রুত সেতুটি পুনঃনির্মাণের জন্য কাজ করা হবে।
২ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে