বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে র্যালি ও আলোচনা সভা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (২৯শে সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাটার মোড় রুবেল চত্বর থেকে ডোমার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে আলোচনা সভায় সমবেত হয়।
ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ মনোয়ার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, অধ্যাপক করিমুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মতিউর রহমান রুবেল, দপ্তর সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম শুভ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী আক্তার বানু প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়ন শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এছাড়া আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, তাঁতী লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদযাপন করা হয়।
২ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে