নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২রা অক্টোবর) উপজেলার মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের সমর্থনে মোঃ রাকিব হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাফিউল ইসলাম, মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ হাফিজুল হক, মিস্টার আলী, নাজমুল হক, শফিকুল ইসলাম সাবুল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফরিদা বেগম প্রমূখ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গত সোমবার (২৫শে সেপ্টেম্বর) মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে চারজন অভিভাবক সদস্য নির্বাচিত হন এবং মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন।
মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ রাকিব হাসান জানান, আগামীতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সাধন ও ছাত্র-ছাত্রীদের পড়াশুনার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে কাজ করতে চান তিনি।
২ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে