সম্প্রতি প্রতিশ্রুতি জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ চলতি অক্টোবরের মধ্যে বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের তিন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ই অক্টোবর) সকালে উপজেলার কেন্দ্রীয় হরিসভা মন্দির থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও ক্ষত্রিয় সমিতির যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনওয়ারী মোড়ে মানববন্ধনে মিলিত হয়।
তাপস কুমার অধিকারীর সঞ্চালনায় ও আয়োজক সংগঠনগুলোর উপদেষ্টা গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ডোমার উপজেলা সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু, ডোমার উপজেলা ক্ষত্রিয় সমিতির আহ্বায়ক জগবন্ধু রায়, প্রধান শিক্ষক রমনী কান্ত রায় প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা চলতি অক্টোবর মাসেই জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ সংখ্যালঘু স্বার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ বাস্তবায়নের জোর দাবি জানান।
২ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে