নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আহিমন বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ। এ ঘটনায় মোটরসাইকেলের চালক মিলন ইসলামকে (২৫) আটক করেছে পুলিশ।
রবিবার (৫ই নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বোড়াগাড়ী বাজার-পাগলীমার হাট সড়কের উত্তর মটুকপুর বুদলীর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হন একই এলাকার মৃত বছির উদ্দিনের স্ত্রী আহিমন বেগম।
পরে নিহতের পুত্র আমিজারন রহমান বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় দুপুর ১টার দিকে বোড়াগাড়ী বাজার থেকে মোটরসাইকেল চালক মিলন ইসলামকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মিলন ইসলাম উপজেলার চিলাহাটি হাজিরহাট এলাকার আবুল কালামের পুত্র।
স্থানীয়রা জানায়, বুদলীর পাড়ে একটি ভাংড়ির দোকানে কাজ করেন নিহত আহিমন বেগম। কাজের ফাঁকে চা খেতে দোকানের বিপরীতে জাভেদের দোকানে যেতে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে