নীলফামারীর ডোমারকে প্রথমবারের মতো বিবাহিত মহিলাদের প্রসব জনিত ফিস্টুলা মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ।
রবিবার (৩রা ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে ডোমারকে প্রসব জনিত ফিস্টুলা মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
মাহাতাব লিটনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, সহকারী পরিচালক ডাঃ কানিজ সাবিহা, গাইবান্ধা জেলা সিভিল সার্জন আব্দুল্লাহেল মাফি, নীলফামারী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, ইউএনএফপিএ’র টেকনিক্যাল অফিসার ডাঃ অনিমেষ বিশ্বাস প্রমুখ সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানটি ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং স্বাস্থ্য বিভাগের জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও ল্যাম্ব এর কারিগরি সহযোগিতায় সম্পন্ন হয়।
এর আগে, কয়েক দফায় প্রসব জনিত ফিস্টুলা রোগীদের খুঁজতে অবহিতকরণ সভা ও অনুসন্ধান কর্মসূচি পালন করে দিনাজপুর জেলার পার্বতীপুরের ল্যাম্ব হাসপাতাল। পরে, গোটা উপজেলা থেকে শনাক্তকৃত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আজ ডোমারকে ফিস্টুলা মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হলো।
২ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে