নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর তৃতীয় ম্যাচে সিলেট প্রমীলা দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী প্রমীলা ফুটবল দল।
রবিবার (১৭ই ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে শেখ রাসেল প্রমীলা ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়।
এতে পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করে—সিলেট প্রমীলা ফুটবল দল ও রাজশাহী প্রমীলা ফুটবল দল। খেলার প্রথমার্ধের ৫ম মিনিটে রাজশাহীর লেফট উইংয়ে ঝিনুকের ক্রসে বর্ষার বাড়িয়ে দেওয়া বলে গোল জালে জড়ান অন্তরা। এতে ১-০ তে এগিয়ে যায় লাল জার্সিধারীরা।
দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে না পারায় অন্তরার সেই জয়সূচক গোলে ১-০ ব্যবধানে নির্ধারিত সময়ের খেলায় জয় তুলে নেয় রাজশাহী প্রমীলা ফুটবল দল।
আয়োজকরা জানান, আগামী মঙ্গলবার (১৯শে ডিসেম্বর) বিকাল ৩টায় একই মাঠে টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে মাঠে নামবে জয়পুরহাট প্রমীলা ফুটবল দল বনাম দিনাজপুর প্রমীলা ফুটবল দল।
২ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ১২ মিনিট আগে