হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা আদমদীঘি ফাযিল মাদরাসার দুইটি ফ্যান চুরি গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ মিছিল বেগমগঞ্জে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত-৯ নাটোরের লালপুরে জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিককে হুমকি! শিশু একাডেমিক আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় বিভাগীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সাফল্য অর্জন করেছেন ঝিনাইগাতীর ইউএনও আশরাফুল আলম রাসেল ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ ইসরাইলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মোংলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল নাগেশ্বরী উপজেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক গোলাম রসুল রাজা, সদস্য সচিব মোখলেছুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি'র বিওপি'র উদ্বোধন গাজায় নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

মৃত্যুর জন্য কে দায়ী; লেখে গেলো চিরকুটে

লেখিত চিরকুট

মৃত্যুর জন্য কে দায়ী; লেখে গেলো চিরকুটে


নেত্রকোনার দুর্গাপুরে রণদীর তালুকদার (৩৪) নামে এক ব্র্যাক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ শুক্রবার সকালে রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ। রণদীর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শমিপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে কোনো এক সময়ে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রণদীরের বিছানা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’। তবে লেখাটি রণদীরের হাতের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রণদীর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ ব্র্যাক শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন। এই সুবাদে তিনি ওই ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বৃহস্পতিবার বিকেলে বাসায় আসেন রণদীর। এরপর পাশের বাসার একজন তাঁর ঘরে এসে দেখতে পান রণদীরের দেহ ঘরের ফ্যানের রডের সঙ্গে ঝুলছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে। 

রণদীরের বড় ভাই স্বপন তালুকদার জানান, ‘রণদীর দীর্ঘদিন যাবৎ ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কাজ করছে। গত দুই বছর ধরে দুর্গাপুর উপজেলার কুমুদগঞ্জ শাখার মাঠকর্মী হিসেবে কাজ করে আসছিল। তার তিন মাস আগে বিয়ে হয়। হঠাৎ আমার ভাইয়ের এমন মৃত্যু ঘটবে তা ভাবতে কষ্ট হচ্ছে। আমরা এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে রণদীরের বিছানায়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর