দুর্গাপুর চিনামাটি পাহাড়ে যাওয়ার পথে ট্রাকচাপায় ৪ শিক্ষার্থী।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কালা মার্কেট এলাকায় পিকআপভ্যান (মালগাড়িতে) সাউন্ডবক্স বাজিয়ে পিকনিক থেকে ফেরার পথে লরির ধাক্কার পর ট্রাকচাপায় চার ছাত্র নিহত হয়েছে। নিহতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শালীহর এলাকার আরশাদুল, ইয়াসিন, হৃদয় ও মাহবুব। হৃদয় গৌরীপুরের লামাপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। এ সময় আহত হয়েছে আরো কমপক্ষে সাতজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাদের প্রত্যেকেই ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা সদ্যসমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিভিন্ন সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা শালীহর থেকে দুটি পিকআপভ্যান করে ৪৬ জন কিশোর দুর্গাপুর সীমান্তে যায় পিকনিকে। তারা শনিবার সকালে পিকনিক করে রাতে ফিরছিল। জানা যায়, একটি পিকআপে ২১ জন ও আরেকটিতে ২৫ ছাত্র ছিল। ২১ জন বহনকারী পিকআপ ভ্যানটি আগেই চলে যায়। পেছনে পড়ে থাকা ২৫ জন বহনকারী ভ্যানটি শান্তিপুর কালা মার্কেট এলাকায় পৌঁছালে একটি বালুবাহী লরি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন ছিটকে পড়ে যায় সড়কে। তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। অপর দুজনকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহত হয় কমপক্ষে আরো সাতজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহিন ও আলামিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্যদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান হয়েছে।
এদিকে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিক্ষোভ করা শুরু করেছে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
৮ দিন ২৯ মিনিট আগে
২৫ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩১ দিন ৫ ঘন্টা ২১ মিনিট আগে
৩৩ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৪৯ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৯ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
৬৭ দিন ৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০১ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে