নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সমবয়সী শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহাঙ্গীর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকায় সোমেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে তার দাদির সঙ্গে নেত্রকোনার দুর্গাপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুর্গাপুরের তেরী বাজার এলাকায় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন উম্মে হানি (দাদি)। সঙ্গে নিয়ে এসেছিলেন নাতি শিশু জাহাঙ্গীরকে। গতকাল বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ সকালে শিশু জাহাঙ্গীর সেমাই খেয়ে আরও দুই শিশুর সঙ্গে বাড়ির সামনেই সোমেশ্বরী নদীতে গোসলে যায়। গোসল করার সময় জাহাঙ্গীর পানির নিচে তলিয়ে যায়। অন্য দুই শিশু বাড়ি ফিরে জাহাঙ্গীর নদীতে ডুবে যাওয়ার বিষয়টি সবাইকে জানালে পরিবারের লোকজন নদীতে গিয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে শিশু জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শিশুর দাদি উম্মে হানি বলেন, ‘আমার পোলারে আমি কি জাবাব দেম? আমার পোলার একটাই সন্তান আছিন। ঢাকায় রিকশাচালাইয়া কষ্ট কইরা ফালছে’।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, শিশুটির মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার বাবা-মাকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৬ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৩১ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৭ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৪৭ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৫ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৯৯ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে