বাংলাদেশের কৃষক আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা, বিশিষ্ট নারী নেত্রী, ব্রিটিশ বিরোধী সংগ্রামী, মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বিপ্লবী নেত্রী, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অণিমা সিংহের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা পালন করা হয়েছে।
সোমবার বিকেলে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হল রুমে বাংলাদেশ কৃষক সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির আয়োজনে এ স্মরনসভা হয়৷
স্মরণ সভায় বাংলাদেশ কৃষক সমিতি দূর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আঃ মালেক সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য, মণি সিংহ ও অণিমা সিংহের একমাত্র সুযোগ্য সন্তান ডা. দিবালোক সিংহ। অন্যদের মাঝে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সদস্য শামছুল আলম খান, উপজেলা যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান, আদিবাসী ইউনিয়ন নেত্রকোনা জেলা কমিটির সভাপতি নিরন্তর বনোয়ারি,উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, নারী নেত্রী তাসলিমা বেগম প্রমুখ।
সভায় বক্তাগণ কমরেড অণিমা সিংহের আদর্শ ও চেতনা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে সকলের প্রতি আহ্বান জানান।
৬ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
৪৭ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
৪৭ দিন ১২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৫ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
৯৯ দিন ১৮ ঘন্টা ২৭ মিনিট আগে