লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

দুর্গাপুরে স্কুলে শিক্ষার্থীরা এলেও আসেনি কোনো শিক্ষক

নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা স্কুলে এলেও আসেনি কোনো শিক্ষক। ফলে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ে এসে আবারও বাড়িতে ফিরে যায়।


মঙ্গলবার (২ জুলাই) দুপুরে এমনই ঘটনা ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকার জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ে।


এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।ওই ভিডিওতে দেখা যায়,১৫-২০ জন শিক্ষার্থী স্কুলের নিচতলায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয় এক বাসিন্দা স্কুলে এসে শিক্ষার্থীদের কাছে শিক্ষক কেউ আসেনি জানতে চাচ্ছে তখন শিক্ষার্থীরা সবাই বলতেছে কোনো স্যার আসেনি। তখন সময় কয়টা বাজে বললে শিক্ষার্থীরা বলেছে ১২ টা বাজে। শিক্ষকদের কক্ষ তালাবদ্ধ দেখা যায় ওই ভিডিওতে। স্থানীয় বাসিন্দা মো. করিম জানান,স্কুলে শিক্ষক না পেয়ে শিক্ষার্থীরা কয়েকজন বাড়িতে ফিরে যাচ্ছিল। আমরা বাজারে বসা ছিলাম। তখন শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলে তাঁরা বলে কোনো শিক্ষক স্কুলে আসেনি। পরে স্কুলে গিয়ে দেখি অনেক শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। তখন সময় বাজে দুপুর ১২ টা। কাল শিক্ষার্থীদের পরিক্ষা অথচ আজকে স্কুলে এসে শিক্ষক পায়নি তাঁরা।


স্থানীয় লোকজনের ভাষ্য, এভাবে বিদ্যালয় কখনোই চলতে পারে না। যারা বিদ্যালয় দেখার দায়িত্বে আছেন তাদের অবশ্যই এ বিষয়টি দেখার অনুরোধ করছি। না হলে শিক্ষা ব্যবস্থা এভাবেই একদিন নষ্ট হয়ে যাবে।জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন মিয়ার মুঠোফোনে কল দিয়ে স্কুল না যাওয়ার বিষয়টি জানতে চাইলে সংবাদিক শুনেই হ্যালো,হ্যালো বলে কল কেটে মোবাইল বন্ধ করে দেন। এরপর একাধিকবার কল দিলেও বন্ধ পাওয়া যায় তাঁর মোবাইল।


এ প্রসঙ্গে জানতে চাইলে জাগিরপাড়া সবদর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্বাস আলী বলেন,আমার মেয়ের বিয়ের জন্য আমি ৩ দিনের ছুটি নিয়েছি। আগামীকাল স্কুলের মূল্যায়ন পরিক্ষার জন্য শিক্ষকদের যার যার প্রশ্ন আনার কথা তবে তাদের বলেছি ১ ঘন্টা স্কুল করে হলেও তারপর প্রশ্ন আনতে যাওয়ার জন্য। আর বৃষ্টির জন্যও যেতে সমস্যা হয়। এরপর থেকে যেন এমনটা না হয় আমি খেয়াল রাখবো। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী বলেন,প্রশ্ন আনার জন্য কোথাও যেতে হয়না,অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে হয়। শিক্ষকরা কেন বিদ্যালয় আসেনি এজন্য প্রধান শিক্ষকের কাছে ব্যাখা চাইবো এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিব।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন,ঘটনার বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


 

আরও খবর