কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে অভিযান চালিয়ে ৫০ ফুট চোরাই গাছসহ একটি ডাম্পার জব্দ করেছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে চালকসহ ৩ জনকে ধৃত করা হয়।
শুক্রবার ( ১ সেপ্টেম্বর) দিবাগত রাতে বর্ণিত ইউনিয়নের বোয়াল খালী রাস্তার মাথা নামক স্থান থেকে এ গাছ গুলো জব্দ করা হয়। পরে বন আইনের প্রক্রিয়ার জন্য গাছ ও ডাম্পারটি বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে। আটক ডাম্পার চালক নুরুল আমিনকে পূর্বের একটি মামলায় আদালতে সোপর্দ করেছে। অপর দু’জন থেকে বাবুল নামের এক শ্রমিককে ছেড়ে দেয়া হয় । অন্য দুইজনের বিরুদ্ধে বন আইনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির।
জানা যায়, ঘটনার সময় নাপিত খালী বিটের আওতাধীন সামাজিক বনায়ন থেকে প্রায় ৫০ ফুট চিকন পাতা গাছ কেটে পাচার করছিল একটি সিন্ডিকেট। এমন সময়ে আরকান সড়কে থানা পুলিশের ডিউটিরত পুলিশ সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে তাদের চাপা দিয়ে আঘাতের চেষ্টা করে গাছ পাচারকারীরা। এক পর্যায়ে পুলিশের ৩ টি টিম গাড়িটি ধাওয়া করে বোয়াল খালী রাস্তার মাথা নামক স্থান থেকে জব্দ করতে সক্ষম হয়। পরে বন বিভাগকে খবর দিলে বিকেলে সংশ্লিষ্ট বন কর্মকর্তার এসে আইনী প্রক্রিয়ার জন্য জব্দকৃত গাছ ও ধাম্পারটি নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বন বিভাগকে ম্যানেজ করে সামাজিক বনায়নের বিভিন্ন প্রজাতির গাছ কেটে পাচার ও বিক্রি করে আসছিল কয়েকটি সিন্ডিকেট। তারই ধারাবাহিকতায় গতকালও নুরুল হক নামের এক ব্যক্তির ডাম্পার যোগে গাছ পাচারের সময় ধৃত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর (এসআই) কাজী গোলাম মহি উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে গাছ ও ডাম্পারটি জব্দ করা হয়। একই সাথে ৩জনকে ধৃত করা হয়েছে। মানবিক বিবেচনায় একজন দিনমজুরকে ছেড়ে দেওয়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা। অপর দুইজনের বিরুদ্ধে বন আইনের মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির।
১৬৩ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬৪ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮৪ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে
১৮৭ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২০৭ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১২ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
২১৫ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
২১৬ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে