কক্সবাজার ঈদগাঁওতে পর্যটন বিকাশে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে
বৃহস্পতিবার ( ৯ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ সেমিনারে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদুল করিম মাদুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবেদ, প্রধান বক্তা ছিলেন বিমসটেক প্রাক্তন উপদেষ্টা , কথা সাহিত্যিক ,কবি মুজতবা আহমেদ মুরশেদ, প্রধান আলোচক ছিলেন ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি -লেখক-সম্পাদক ড. গোলাম মোস্তফা,স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত। অনুষ্ঠানে শিক্ষক -বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী,মূক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ ,এদেরকে পর্যটন বিকাশে কাজ করতে হবে। আমাদের কক্সবাজার বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্পের বিকাশে আমাদের সবাইকে কাজ করতে হবে। শিক্ষার্থীদের পর্যটন বিকাশে কাজ করতে হবে। শিক্ষার্থীদের দেশের ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, মানুষ কে ভালোবাসতে শিখতে হব, দেশপ্রেম থাকতে হবে। সর্বোপরি দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে।