ঈদগাঁওতে আজ নানা আয়োজনের পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বিদ্যালয়ের মাঠ পরিচ্ছন্নতা অভিযান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া ও মোনাজাত। শুরুতে বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং শিক্ষকদের তত্ত্বাবধানে পুরো মাঠ পরিচ্ছন্ন করা হয়। বিদ্যালয়ের কবি মুহম্মদ নুরুল হুদা গ্রন্থাগারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শিক্ষকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। মোখতার আহমদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। এতে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি শিক্ষক দেলাওয়ার হোসাইন সাঈদী ও বাংলা শিক্ষক জসিম উদ্দীন। এর আগে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক এস, এম তারিকুল হাসান (তারেক)। অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বক্তৃতা, কবিতা পাঠ ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়।
শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে। সরকারি শিক্ষক শাহাজালাল মুনিরের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু বক্কর সিদ্দিক। সভা শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, আব্দুল মজিদ খান, নুরুল কবির, মোঃ রেজাউল করিম, দেলোয়ার হোসেন, হাবিব উল্লাহ, নুরুল আবছার, ফাতেমা বেগম, নুরুল হুদা, আব্দুল্লাহ আল নোমান, জসিম উদ্দিন ও আশিকুর রহমান। এছাড়াও ছিলেন আব্দুস সালাম হেলালি, মোহাম্মদ আলম, রফিকুল ইসলাম, রুহুল আমিন, গিয়াস উদ্দিন, ইফফাত সানিয়া, অশ্রু রায়, আনিসুর রহমান, শামসুল আলমসহ কর্মচারীবৃন্দ।
শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের বিভিন্ন পারফরম্যান্সে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও তার জীবন কীর্তি তুলে ধরেন।
এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের একটি টিম বিদ্যালয়ের গ্রন্থাগার পরিদর্শন করেন।
১৬২ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৬৩ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২০৬ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
২১১ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
২১৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
২১৫ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে