কক্সবাজারের ঈদগাঁওতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দেশের ৫৩ তম স্বাধীনতা ও জাতীয় দিবস। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় "যাদের জন্য পেলাম স্বাধীনতা, সকল শহীদদের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি* শীর্ষক ব্যানারে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারীদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করে।
২৬ শে মার্চ উপলক্ষে প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি এমন আয়োজনের উদ্যোগ নেয়।
বিদ্যালয়ের সুসজ্জিত মোখতার আহমদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। সহকারি শিক্ষক মোজাম্মেল হকের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম।অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
স্বাধীনতা দিবসের তাৎপর্য, গুরুত্ব ও বিভিন্ন দিক নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারি প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক তারেকুল হাসান (তারিক), সহকারি শিক্ষক দেলাওয়ার হোসাইন সাঈদী, প্রবীণ শিক্ষক আব্দুস সালাম হেলালি ও সহকারী শিক্ষক জসিম উদ্দিন। কবিতা আবৃত্তি করেন সহকারি শিক্ষক রুহুল আমিন ও শাহ জালাল মুনির।
গান পরিবেশন করেন সহকারি শিক্ষক অশ্রু রাণী দে। শহীদদের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন মোজাম্মেল হক।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, আব্দুল মজিদ খান, পূরণাম পাল, আব্দুল খালেক, দেলোয়ার হোসেন, হাবিব উল্লাহ, নুরুল হুদা, আব্দুল্লাহ আল নোমান, নুরুল আবছার, আশিকুর রহমান, কানিজ ফাতেমা।
এছাড়াও ছিলেন মোহাম্মদ আলম, গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক সহ কর্মরত সহকারি শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।
আলোচনার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস নিয়ে বক্তব্য, কবিতা আবৃত্তি ও দেশের গান পরিবেশন করে।
শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় সংগীত দল।
১৬২ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৬৩ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৮৩ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৮৬ দিন ২০ ঘন্টা ১৩ মিনিট আগে
২০৬ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
২১১ দিন ১৬ ঘন্টা ৪০ মিনিট আগে
২১৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
২১৫ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে