ফটিকছড়ি উপজেলাধীন পেশাগত সংবাদকর্মীদের সংগঠন ফটিকছড়ি রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা ২৪ মে সন্ধ্যায় ফটিকছড়িস্থ নুর কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
অত্র সংগঠনে আহবায়ক,দৈনিক নয়াবাংলার প্রতিনিধি এইচ.এম.এম. সাইফুদ্দীন'র সভাপতিত্বে সদস্য সচিব মোঃ রায়হান উদ্দিনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন মোঃ ফজলুর রহমান(দৈনিক নতুন দিন), মোঃ তারেক (দৈনিক তৃতীয় মাত্র),মোঃ রুবেল(দৈনিক মাতৃজগত), মোঃ নাছির উদ্দিন (দৈনিক সন্ধ্যাবানী), শিকু উরাং (দৈনিক সংগ্রাম প্রতিদিন) মোঃ নেজাম উদ্দিন (দৈনিক আজকের জনবানী),মোহাম্মদ আজিজ (হ্যালো বাংলাদেশ),মোঃ সাইফুল্লাহ্(দৈনিক লিখনী সংবাদ),আরিফুল ইসলাম,(দৈনিক দেশ প্রতিনিধি)।
সভায় সমাপনী বক্তব্যে আহবায়ক এইচ.এম.এম. সাইফুদ্দীন বলেন, সাংবাদিক সমাজকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। লেখালেখির স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হলে সব ধরনের মতভিন্নতা দূর করে একসঙ্গে কাজ করতে হবে। নতুনদের কাজ করার সুযোগ তৈরি ও স্থান করে দিলে সিনিয়ারদের মূল্যায়ন বেশি হবে আশা করি।
৬ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
২০ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৪ দিন ১৬ ঘন্টা ৫ মিনিট আগে
৫৯ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে