রাজশাহীর গোদাগাড়ীতে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও আহত হয়েছে ১০ জন। আজ সোমবার সকাল ৯ টার সময় উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার বড়গাছি কামারপাড়া এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী (৭০) , তার ভাই নাইমুল ইসলাম (৮০) ও রাজশাহীর রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার জিল্লুর রহমানের ছেলে সোহেল রানা ছোটন। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে ৩ জনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসের আলী জানান, আহতদের সবাইকে রামেক হাসপাতালে পাঠান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জের ধরে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে ২ পক্ষের ৮/১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেছেন।
৭ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে