রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে আবারো চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগ। এই খেলার মাধ্যমে তারা পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
রোববার (২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালযের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ অবায়দুর রহমান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. আসাদুজ্জামান, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ প্রমুখ।
২ দিন ২১ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে