মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু বারইয়ারহাট বিএম হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা পেল সহস্রাধিক রোগী বর্বর ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। শ্রীমঙ্গল পৌর তাফসীর পরিষদের নবগঠিত কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত আক্কেলপুর শিক্ষার্থী পরিবারের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আলী হোসেন জামায়াতে যোগ দিলেন কুলিয়ারচরে মসজিদের দানবাক্স ভেঙ্গে টাকা চুরি নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন নরসিংদী পলাশ জিনারদীতে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতি দাবীতে মানববন্ধন মার্চ ফর গাজা: কোন পথে যাবেন, জেনে নিন নির্দেশনা জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে জলবায়ু ধর্মঘট আদমদীঘিতে বিএনপির ঈদ পুর্নমিলনী উপলক্ষে কর্মী সভা আদমদীঘিতে ১২০পিস এ্যাম্পুলসহ একজন গ্রেপ্তার আশাশুনির গোয়ালডাঙ্গায় বেড়ী রাস্তা ভাঙ্গন স্থানে রক্ষা কাজ শুরু কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণ-তরুণীদের ধর্মঘট মোংলার পার্শ্ববর্তী জিউধারায় ৩ দিনব্যাপী সাধুর মেলা বারুণী স্নানে লাখো মানুষের ঢল ভোলায় সদর হাসপাতালের ডাক্তারকে গণধোলাই লাখাইয়ে বিক্রি হচ্ছে ক্ষতিকর রং ও ক্যামিকেল যুক্ত আইসক্রিম, স্বাস্থ্য ঝুকিতে কোমলমতি শিশুরা। দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু ধর্মঘট: তহবিলের দাবি

রাজাবাড়িহাট থেকে বাসলি তলা মোড় পর্যন্ত মহাসড়ক যেন মৃত্যুপুরী

রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বিজয়নগর বাইপাস মোড় হতে পূর্বে রাজাবাড়ী হাট ও পশ্চিমে বাঁশলিতলা মোড়। এ ২ কিলোমিটার এলাকা দুর্ঘটনা প্রবন এলাকা হিসাবে পরিনত হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট থেকে বিজয়নগর বাইপাস মোড় হয়ে বাসলি তলা মোড় পর্যন্ত ২ কিলোমিটার মহাসড়ক যেন মৃত্যু পুরিতে পরিনত হয়েছে। মহাসড়কের এই এলাকায় একের পর এক ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে অনেকে। এমন কি হাত পা হারিয়ে পুঙ্গত বরন করে বহু কষ্টে জীবন যাপন করছে অনেকে। গত দুই বছরের ব্যবধানে ছোট বড় মিলিয়ে অন্তত ১৫থেকে ২০টির ও বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেউ কেউ সারা জীবনের মতো পুঙ্গ হয়ে গেছেন। চলতি বছরের ৮ আগষ্ট মাসে রাজাবাড়ীহাট জিল্লুর মোড় এলাকায় খাড়িজাগাতী মোল্লা পাড়া এলাকার মটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামের এক ব্যক্তি আহত হন । সে ২৫ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মৃত্যু বরণ করে। ১৩ই অক্টোবর রাজাবাড়ী হাটে ভ্যান গাড়ি মোটা চাকা ধাক্কায় গোদাগাড়ী উপজেলার খরচাকা গ্রামে তারাপদ (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে । ১৮ ই মার্চ বিজয়নগর বাইপাস মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২ জন। এরা হলো একই উপজেলার ছয়ঘাঁটি গ্রামের মোটরসাইকেল আরোহী তমাল ( ১৫) ও ফরাদপুর গ্রামের কাদের ( ৬০ )। ২০২১সালের ২রা ডিসেম্বর বাসলি তলা নামক স্থানে বিআরটিসি বাসের চাপায় নিহত হয়েছে ২ জন । এরা হলো আব্দুল্লাহ আল আলিফ ( ৭) ও তার পিতা সাজু মিয়া (৪০)। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। সাজু মিয়া বিজয়নগর বাইপাস মোড়ে অবস্থিত বেসরকারি সংস্থা দীপশিখা নামের একটি এনজিওতে চাকরি করতো। ১০ই ডিসেম্বর দিনগত রাত সাড়ে ৯ টায় বিজয়নগর বাইপাস মোড়ে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ২জন। তারা হলো ইব্রাহিম (২৮) ও তার পিতা আব্দুস সালাম (৬০)।

অনুসন্ধানে আরো জানা যায়, ২০২১ ইং সালের ২রা ডিসেম্বর থেকে ২০২৩ ইং সালের ১৩ ই অক্টোবর পর্যš ২ বছরের ব্যাবধানে রাজা বাড়ি হাট থেকে বাসলিতলা মোড় পর্যন্ত মহাসড়কে ২ কিলোমিটার এলাকায় প্রায় ২০ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন প্রাণ হারিয়েছে। পুঙ্গত বরণ করেছে অনেকে। এছাড়াও এই হিসাবের বাইরে অন্য সময় আরো সড়ক দুর্ঘটনা ঘটেছে এতেও প্রাণ হারানো পুঙ্গত বরণ করেছে অনেকে।

জানা যায়, এ ২ কিলোমিটার মহাসড়কের পাশে ১টি মাদ্রাসা, ১টি প্রাইমারি স্কুল , ১টি উচ্চ বিদ্যালয়, ১টি বালিকা বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেন স্কুল, ২৫টির অধিক সরকারি বেসরকারি অফিসসহ অন্তত ২০০ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

মহাসড়কের এসব দুর্ঘটনা নিয়ে কথা হয় বাসলিতলা এলাকার শিক্ষক সারোয়ার হোসেন বিদ্যুত এর সঙ্গে তিনি জানান, বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

বিজয়নগর এলাকার এক মুদি দোকানদার জানান, বিজয়নগর মোড়টি চৌমুহনী মোড় হলেও চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। বিশেষ করে ড্রাম ট্রাকের ড্রাইভাররা বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এসব দুর্ঘটনা ঘটছে বেশি।

Tag
আরও খবর