পদ্মা নদীতে ৭৬ কেজী বাঘাইর মাছ জেলেদের জালে ধরা পরায় আনান্দে আত্মহারা হয়ে যায় পদ্মা পাড়ের জেলেরা। এই বিশাল আকৃতির বাঘাইর মাছটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পদ্মা পাড়ের হরিশংকরপুর গ্রামের জেলের জালে পরে শুক্রবার দিবাগত রাত ১১ টার সময়।
এই মাছটি যেমন জেলেদের মুখে হাসি ফুটিয়েছে তেমনি অর্থের যোগান দিয়েছে তাদের। হরিশংকরপুর বাজারে এই বিশাল আকৃতির বাঘাইর মাছটি কেটে প্রতি কেজী ৮শ’ টাকা দরে নিমিশেই বিক্রি হয়ে যায়। কেজী দরে বিক্রি করলেও মাছটি বিকি করে জেলেরা পাই ৬১ হাজার ৪ শ” টাকা।
কথা হয় মাছ ধরতে যাওয়া পদ্মা পাড়ের জেলেদের সাথে, হরিশংকরপুর গ্রামের আশরাফ (৪০), মাসুম (৩৬), তরিকুল ইসলাম (৩৫) ও দিয়াড় মহব্বতপুর গ্রামের শাহিন (৩০) বলেন শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় পদ্মা নদীতে জাল নিয়ে যায় মাছ ধরার জন্য। ১ম বার নদীতে জাল গড়াতেই জালে ধরা পরে এই বিশাল আকৃতির বাঘাইর মাছটির, যার ওজন ৭৬ কেজি ৮০০ গ্রাম। আবারো ২য় বার জাল পদ্মা নদীতে গড়ায় এবং ২য় বারোও জালে ধরা পরে ১৫ কেজি ৩০০ গ্রাম বাঘাইর মাছ।
তারা বলেন, বিশাল আকৃতির বাঘাইর মাছটি বিক্রির উদ্দেশ্যে গোদাগাড়ীর রেলবাজারে মাছের আড়তে নিয়ে যায়। কিন্তু সেখানকার মাছ ব্যবসায়ীরা মাছটি নিতে অনিচ্ছুক। পরে মাছটি নিয়ে হরিশংকরপুর বাজারে আসি। মাছটি নিয়ে হরিশংকরপুর বাজারে আসে মাত্র মাছটি দেখার জন্য শতশত নারী পুরুষ ভিড় জমায়। স্থানীয়রা মাছটি স্থানীয় ভাবে কেটে বিক্রির কথা বললে হরিশংকরপুর বাজারে মাছটি কেটে প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি করে।
জেলে মাসুম (৩৬) বলেন, আমরা শুক্রবার বিকাল সাড়ে চারটার সময় মাছ ধরার উদ্দেশ্যে পদ্মা নদীতে জাল নিয়ে যায়, রাত্রী প্রায় ৮ টার সময় জাল পানিতে ছাড়ি, জাল গড়াতে গড়াতে চলতে থাকি রাত্রী ১১ টা তখন আমরা জাল তুলতে শুরু করি। নৌকায় জাল তুলার এক পর্যায় দেখা দেয় এই বিশাল আকৃতির বাঘাইর মাছ। আমিতো ভাবছোনো যে এতোবড় মাছ নৌকায় তুলতে পরবো কি না মাছ পালিয়ে যাবে, অবশেষে মাছটি ধরতে সক্ষম হয়। মাছটি পেয়ে আমি খুবই আনন্দিত।
৭ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ২৪ মিনিট আগে