রাজশাহীর গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিনের সাথে গোদাগাড়ী উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা কর্মিদের সাথে পরিচয়ের মধ্যে দিয়ে সুভেচ্ছ বিনিময় করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতা কর্মিরা উপজেলা বিএনপির বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
মতবিনিময় সভায় মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন বলেন, এখন বিএনপির ক্রান্তিকাল সকল নেতা কর্মিকে ভেদাভেদ ভুলে এক সঙ্গে আগামী সংসদ নির্বাচনে কি ভাবে জয়লাভ করা যায় সে বিষয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মিদের সাথে মত বিনিময় করবো। গোদাগাড়ী উপজেলা বিএনপিকে আরো সু-সংগঠিত করে শক্তিশালি হিসাবে গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাবুব ইসলাম মাহাবু, এ্যাডঃ আজিমুসসান উজ্জল, পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রুলু, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ দিলিপসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও তৃনমুলের ত্যাগি নেতাকর্মিরা ।
২ দিন ২১ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে