রাজশাহী গোদাগাড়ীতে ওয়ার্ডে বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গোদাগাড়ী উপজেলার ৬ং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাটিকাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এ পরিচিতি ও মতবিনিময় সভা করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। পরিচিতি সভায় মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন বক্তব্যে বলেন দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে আরো শক্তিশালী করতে হবে এবং বিএনপির আন্দোলনকে বেগবান করে দাবি আদায় না করে ঘরে ফিরতে হবে না। বিএনপি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে ভোট ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে। আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
আপনাদের সজাগ থাকতে হবে যাতে করে দিনের ভোট রাতে দিতে না পারে।
পরিচিতি ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহাবুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন সদর, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, সাধারণ সম্পাদক আব্দুল গনি মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলুসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের নেতা-কর্মীরা।
২ দিন ১৯ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১৩ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
১০ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে