আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ । ‘মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ - এই প্রতিপাদ্য সামনে রেখে ফায়ার সপ্তাহের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দেশের অনান্য জেলার ন্যায় রাজশাহীতেও সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হবে। সকাল ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে সপ্তার উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম, ডিআইজি,রাজশাহী রেঞ্জ। সভাপতিত্ব করবেন ও স্বাগত বক্তব্য দিবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম।
উল্লেখ্য, সারা দেশে অগ্নি নিরাপত্তা জোরদার করতে সকল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সকাল ১১টায় কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সকল বিভাগ ও জেলাসমূহে দুপুর ১২টায় ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে আঞ্চলিক প্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশের ন্যায় রাজশাহীতে এ উপলক্ষ্যে মহড়া ও গণসংযো, ক্রোড়পত্র প্রকাশ, যান্ত্রিক শোভাযাত্রা, লিফলেট ও পোস্টারসহ নানা প্রচারপত্র বিতরণ এবং বিভিন্ন পোশাক শিল্প প্রতিষ্ঠানসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে।
৬ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৪ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৫ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫ দিন ২২ ঘন্টা ৩৭ মিনিট আগে