রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় নৌকাডুবির এই ঘটনা ঘটে। মৃত দুজন হলেন, রাজশাহীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)। রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়।
এসময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, বর্তমানে রামেক হাসাপাতলে তাদের লাশ রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।
৬ ঘন্টা ৪০ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৭ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে