বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষা মোদির ওমেন্স এচিভার্স অ্যাওয়ার্ড পেলেন নীলুফা আলম পপি গোদাগাড়ী মডেল থানায় পুলিশের ব্যতিক্রমী ঈদ পালন লোহাগাড়ার সুখছড়িতে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু। ইসলামপুরে আধিপত্য বিস্তারে দফায় দফায় সংঘর্ষ : বিএনপির ১০ নেতা-কর্মী আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশী টহল অবহেলার পাত্র নাকি সভ্যতার স্থপতি? আদমদীঘিতে বাসযাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেয়ায় কাউন্টারকে জরিমানা আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে তিন দই-মিষ্টির দোকানে জরিমানা শার্শায় জামাল হত্যার মামলায় আরও এক আসামি আটক লালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অন্যের জমি নিয়ে ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ লালপুরে মসজিদের ইমামকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়।। সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখতে 'পশ্চিম সোনার পাড়া সমাজকল্যাণ পরিষদ' এর বহুমুখী উদ্যোগ। বড়লেখায় মৃত মোরগ বিক্রির প্রতিবাদ করায় প্রবাসীকে হেনস্তা,ব্যবসায়ি সমিতির সদস্য বরখাস্ত : তদন্ত কমিটি গঠন আশাশুনির বিছটে ভাঙ্গন রোধে রিংবাঁধের কাজ সম্পন্ন, স্বস্তি ফিরেছে বানভাসীদের নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত

সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন: জিএসএম জাফরউল্লাহ

বর্তমান সরকার ফায়ার সার্ভিস উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ফায়ার সার্ভিসের জন্য কেনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। ফলে আরো বেশি আধুনিক ও যুগোপোযোগী হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীদের বেড়েছে কর্মদক্ষতা। গতকাল মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কালে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

তিনি আরো বলেন, বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম। খুব দ্রুততম সময়ে তারা সাড়া দেয়। নিজের জীবন ঝুকি নিয়ে তারা মানুষের সেবা দিয়ে থাকেন। এসব সেবা দিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অগ্নিকান্ড, নৌদুঘটনাসহ বিভিন্ন উদ্ধার কাজে কাজ করার সময় সহকর্মী প্রাণহারালেও অনান্যরা পিছিয়ে যায়না তারা কাজ শেষ করে ফিরে। যার অন্যতম ঘটনা হলো চট্টগ্রামের সিতাকুন্ডের ঘটনা। এখানে সর্বোচ্চ সংখ্যক ফায়ার ফাইটার প্রাণহানীর ঘটনা ঘটলেও অন্যান্য ফায়ার ফাইটাররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে কাজ করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার ঘোষনা দিয়েছেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে। বড় যেসমস্ত উপজেলা সেগুলোতে প্রয়োজনে দুটি করে ফায়ার স্টেশন হবে। এতে মানুষ আরো বেশি সেবা পাবে। বর্তমানে স্বেচ্ছায় শ্রম দিয়ে এগিয়ে এসেছে মানুষ। তৈরি হয়েছে ভলেন্টিয়ার। যা অত্যান্ত গর্বের ও যুগোপযোগী। বক্তব্য শেষে বেলুন উড়িয়ে সপ্তার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জিএসএম জাফরউল্লাহ এনডিসি।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ অত্র স্টেশনের কর্মকর্তা, কর্মচারী, সাবেক কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাঠ কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমান।

Tag
আরও খবর