রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ভ্যাড়া ও ভ্যাড়ার ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সাড়ে ১২টার সময় উপজেলা হলরুমে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ভ্যাড়া ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আদিবাসি সাওতালদের অর্থ জীবন মান উন্নয়নের লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) পংকজ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী -১ ( গোদাগাড়ী - তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর।
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক নির্বাচিত সুফল ভোগী ক্ষুদ্র নৃ-গোষ্টিদের মাঝে ৪০০ টি পরিবারের প্রত্যেককে ২ টি করে মোট ৮০০ টি ভেড়া, ঘরতৈরীর উপকরণ হিসেবে ৪টি পিলার, ২টি ঢেউটিন, ৫টি প্লাস্টিকের মাচা, তিন মাসের খাবার, কৃমিনাশক ঔষধ ও ভিটামিন বিতরন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলন, পৌর মেয়র আলহাজ্ব হজউদ্দিন বিশ্বাস, রাজশাহী জেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডঃ জুলফিকার
মোঃ আখতার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃসুফিয়া খাতুন মিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।