“র্স্মাট বাংলাদেশ, র্স্মাট কৃষি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় ২০২২-২০২৩ অর্থবছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ ও ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের আয়োজনে শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জানে আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দীন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লবসহ কৃষি অফিসের কর্মকর্তা/কর্মচারীগণ।
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৭ হাজার ৬ শত জন আউশ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও উর্চ্চ ফলনশীল ০৫ কেজি ধান বীজ এবং ৫ শত জন পাট চাষীদের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।
অন্যদিকে ৩ দিন ব্যাপি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলায় ৩২ টি বিভিন্ন কৃষি প্রযুক্তি স্টলের মাধ্যমে মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মেলাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র/ছাত্রী এবং জনসাধারণের ব্যাপক সমাগম দেখা গেছে। অনুষ্ঠান শেষে স্কুল-কলেজের ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে আমগাছ বিতরণ করা হয়।
৭ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে