ডোমারে নববর্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গাজায় গণহত্যার প্রতিবাদে ডোমারে ছাত্রদলের মানববন্ধন ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে কুবিতে ছাত্রদলের প্রতিবাদ সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানের ১১০ কেজি হরিণের মাংস সহ ১ চোরাশিকারী আটক বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ ফিলিস্তিনে গণহত্যা, নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদে আশাশুনির কাদাকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন হাসিনাকে ফেরানোর বিষয় যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি: প্রধান উপদেষ্টা ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজধানীতে ৮ দফা দাবি জানিয়ে কৃষি ডিপ্লেমা শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন উপদেষ্টার পদত্যাগের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল বিদায় নিতে মন না চাইলেও বিদায় নিতে হচ্ছে: রাজন কুমার বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা বাঘায় সরকারি স্কুলের গাছ কেটেছে প্রভাবশালিরা আদমদীঘি ফাযিল মাদরাসার দুইটি ফ্যান চুরি গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ মিছিল বেগমগঞ্জে ছাত্রদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত-৯

ইসলামপুরে অর্ধশতাধিক স্থানে খালেদা জিয়ার জন্মদিন পালিত


জামালপুরের ইসলামপুর উপজেলায় অর্ধশতাধিক স্থানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালিত হয়েছে।



বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত একটি পৌরসভা এবং উপজেলার ১২টি ইউনিয়নে অর্ধশতাধিক স্থানে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির উদ্যোগে 


ইসলামপুর পৌর শহরের ধর্মকুড়াস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করে নেতা-কর্মীরা। পৌর শহরের নয়টি ওয়ার্ডে পৃথক পৃথক স্থানে নেতা-কর্মীরা জন্মদিন পালন করেন। 


উপজেলার গাইবান্ধা ইউনিয়ন বিএনপির আয়োজনে নাপিতেরচর বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন স্থানীয় নেতা-কর্মীরা।


চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজার, চিনারচর বাজার, ডিগ্রিরচর সুরুজ মিয়ার সততা বাজার, ডিগ্রিরচর বড় মসজিদপাড়া, আগ্রাখালী বাজার সাজালেরচর বাজারে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা


খালেদা জিয়ার জন্মদিন পালন করেন।




চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর বোর্ড বাজারের প্রধান ফটক, হাজী মার্কেট, কান্দারচর বাজার, লক্ষ্মীপুর হাজী ফুলমাহমুদ উচ্চ বিদ্যালয়, ডিগ্রিরচর সকাল বাজারে খালেদা জিয়ার জন্মদিন পালন করেন


স্থানীয় বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 



এছাড়া নোয়ারপাড়া ইউনিয়নে পাঁচটি স্থানে, সাপধরী ইউনিয়নে তিনিটি স্থানে, পাথর্শী ইউনিয়নে দুইটি স্থানে, পলবান্ধা ইউনিয়নে একটি স্থানে, ইসলামপুর সদর ইউনিয়নে একটি স্থানে, চিনাডুলী ইউনিয়নে একটি স্থানে, কুলকান্দী ইউনিয়নে একটি স্থানে এবং গোয়ালেরচর ইউনিয়নের বিভিন্ন স্থানসহ অন্তত অর্ধশতাধিক স্থানে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়।


জন্মদিনের এসব অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন, 'অন্তত অর্ধশতাধিক স্থানে নেতা-কর্মীরা স্বতস্ফুর্তভাবে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেছেন।'




উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'স্বৈরাচার সরকারের পতন হওয়ায় নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে ব্যাপক আকারে ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিন পালনের আয়োজন করে। একটি সুন্দর আগামীর বাংলাদেশ বির্নিমাণে আমরা কাজ করে যাচ্ছি।'



উল্লেখ্য, গত ৬ আগষ্ট বেগম খালেদা জিয়া কারাগারের আদলে গৃহবন্দী থেকে মুক্তি পেয়েছেন। ১৯৪৫ সালের ১৫ আগষ্ট খালেদা জিয়া জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই এই শোকের দিনে বেশ ক’বছর ধরে খালেদা জিয়ার নির্দেশে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা থেকে বিরত ছিলো বিএনপি। 



Tag
আরও খবর