পবিত্র ঈদুল আজহার বাকী আরো কয়েকদিন। এ উপলক্ষে প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কুরবানির পশুর কেনাবেচা শুরু হয়েছে। উপজেলার প্রত্যন্ত স্থানসহ দূরদূরান্ত থেকে পছন্দের পশু ক্রয় করতে আসছেন ক্রেতারা। তবে বাজারে প্রচুর গরু থাকলেও গতবারের চেয়ে এবার দাম বেশি। ঈদ ঘনিয়ে আসায় বাধ্য হয়ে অনেকেই বাজেটের চেয়ে বেশী দামে কুরবানির পশু ক্রয় করছেন।
বুধবার (২১ জুন) জগন্নাথপুর পৌরশহরের হেলিপ্যাড এলাকায় পশুর হাটে বাজার কর্তৃপক্ষ মাইকিং করে ক্রেতা- বিক্রেতাদের আমন্ত্রন জানান। জগন্নাথপুর উপজেলার পাইকার, গৃহস্থসহ সুনামগঞ্জ জেলার ছাতক,দিরাই, শান্তিগঞ্জ, সিলেটের বিশ্বনাথ, হবিগঞ্জের নবীগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ থেকে পাইকার ও বিক্রেতারা কুরবানির হাটে গরু, ছাগল নিয়ে আসছেন।
এবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন পুরো উপজেলার সাতটি হাটবাজারে কুরবানির জন্য অস্থায়ী পশুর হাট ইজারা দিলেও উপজেলার প্রায় সবকটি বাজারে বসছে গরুর হাট। বিশেষ করে জগন্নাথপুর বাজার, রসুলগঞ্জ বাজার,কলকলিয়া বাজার, কেউনবাড়ি বাজার ও রানীগঞ্জ বাজারে জমে উঠেছে পশুর হাট।
জগন্নাথপুর পৌর পরিষদ থেকে হ্যালিপেড এলাকায় গরুর হাটের জন্য ইজারা দেয়া হলেও জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর সুনামগঞ্জ সড়ক জুড়ে বসে গরুর হাট। গরু কিনতে আসা লোকজন জানিয়েছেন বাজারে প্রচুর পরিমানে গরু থাকলেও দাম বেশী। ঈদুর আজহার পূর্বে জগন্নাথপুর বাজারে আগামী রবি ও বুধবার আরো দুটি হাট থাকবে। ধারণা করা হচ্ছে পরবর্তী হাটে কেনাবেচা ভালোই জমবে।
জগন্নাথপুর হাটে গরু বিক্রেতা আফর মিয়া বলেন, খরচ বাড়ার কারণে গতবারের চেয়ে এবার একটু দর বেশি। তবে প্রচুর আমদানি হয়েছে।কিশোরগঞ্জের ইটনা থেকে আসা গরু পাইকার জমত আলী ৩২ টি দেশি গরু কিশোরগঞ্জ থেকে জগন্নাথপুরে ক্রয় করতে এনেছেন। তিনি জানান-ক্রেতারা কেনার চাইতে বেশি দাম-দর করছেন।মো: ফরিদ মিয়া নিজে লালনপালন করে ১২টি গরু বাজারে এনেছেন বিক্রয় করার জন্য। তিনি জানান, তার গরুগুলো ৭০ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত বিক্রি করবেন।
জগন্নাথপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া বলেন, বাজারে প্রচুর গরু উঠলেও দাম বেশী হওয়ায় চাহিদাসম্পন্ন পশু অনেকের ক্রয় ক্ষমতার বাইরে। বিগত বছরগুলো পর্যবেক্ষণ করে আশা করা যায়- পরবর্তী হাট গুলোতে সিংহভাগ ক্রেতার সাধ্যের মধ্যে থাকবে।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া বলেন, গেল বারের চেয়ে এবছর বাজারে গরুর দাম একটু চড়া। এমতাবস্থায় মানুষের অর্থনৈতিক সংকট থাকলেও শেষ মুহূর্তে ভালো কেনাবেচা হবে ।
জগন্নাথপুরের গরুর হাটের ইজারাদার ও বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বলেন, প্রতিবারের ন্যায় এবারও জগন্নাথপুর বাজারে গরুর হাটে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে পাইকার ও বিক্রেতারা গরু নিয়ে আসছেন। আশা করছি এ বাজারের পরবর্তী দুই হাটে কেনাবেচা বাড়বে। ক্রেতারা যাতে নিবিঘ্নে গরু ক্রয় করতে পারেন সেজন্য বিশেষ সুবিধা রয়েছে ।
৫২ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫৯ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭৪ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৪ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
৮৪ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১০৪ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
১১৬ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
১১৬ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে