লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গলায় শাড়ি পেচিয়ে আর্নিকা আক্তার আলো( ১৪) নামে এক স্কুল ছাত্রীর আত্বহত্যা করে।
৭ ই জুন ( বুধবার) বিকালে উপজেলার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের সতীর পাড় গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আর্নিকা আক্তার আলো অত্র গ্রামের স্থানীয় বাসিন্দা আলী হোসের মেয়ে। মৃত আর্নিকা আক্তার আলো বুড়িরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ।
সরেজমিনে জানা যায়, কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীর পাড় গ্রামের আলী হোসেনের মেয়ে আর্নিকা আক্তার আলোর সাথে একই গ্রামের বাসিন্দা রিপন হোসেনের ছেলে সজীবের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল । তারা উভয়েই বুড়িরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। উভয়ের মাঝে রাগ অভিমানের কারণে আর্নিকা আক্তার আলো তার নিজে কক্ষে শাড়ি দিয়ে বাঁশের ধরনায় ফাঁস আটকিয়ে আত্বহত্যা করে। বাসার লোক জন তাকে খোজা খুজি করলে দেখতে পান ধরনায় ফাঁস আটকিয়ে ঝুলন্ত অবস্থায় আছে , পরবর্তী স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসেন। লাশ পোস্ট মর্ডেমে প্রেরনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।