লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িমারী মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ ওমর আলী (৩০) নামে একজন নিহত হয়েছে। এবং ২ জন আহত হয়েছে।
শুক্রবার ৯ (জুন) সকালে কালীগঞ্জে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আদর্শপাড়া এলাকার লুতফর রহমানের ছেলে। ও আহত ব্যক্তিরা হলেন নূরমোহাম্মদ (১৯) মামুনুর রশিদ (২৯) সবাই নীলফামারীর জলঢাকা এলাকার বাসীন্দা।
স্থানীয়রা জানান, সকালে একটি পাইপ বোঝাই ট্রাক লালমনিরহাট হতে পাটগ্রাম যাওয়ার সময় বুড়িমারী থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রুতিধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে উল্টে যায়। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এবং দুইজন আহত হয়।
কালীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুর রহমান দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পারি পাইপ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে থাকে। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।
৬৬২ দিন ১৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৬৪ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৭০৫ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৭১১ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৭১৫ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৭১৯ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে