কৃষ্ণনগরের রহমতপুর নূরানী মাদ্রাসার এক যুগ পুর্তিতে পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
রহমতপুর নূরানী মাদ্রাসার এক যুগ পুর্তিতে প্রাক্তন ও চলমান ছাত্রদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পহেলা বৈশাখ(১৪ এপ্রিল) রবিবার সকাল ১১ টায় উপজেলার কৃষ্ণনগরে রহমতপুর সরদার বাড়ি ঈদগাহ ময়দানে পুনর্মিলনী অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ সূচনা করেন জয়নগর আমিনিয়া হামিদিয়া সিনিয়র ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব আবু ওমায়ের মোহাম্মদ গোলাম বারী।
রহমতপুর নূরানী মাদ্রাসার সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মোল্লা এর সভাপতিত্বে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোস্তফা বদরুদ্দোজার সার্বিক তত্বাবধানে এবং প্রধান শিক্ষক হাফেজ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর আমিনিয়া হামিদিয়া সিনিয়র ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান হাবিবি, মোহাম্মদ নগর দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, সমাজ সেবক এডভোকেট মোস্তফা আহমাদ জামান ফারুক, মাদ্রাসাটির দাতা সদস্য ডা. সাইফুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পিএইচডি গবেষক ও মাহাব্বাহ এইড এর পরিচালক হাফেজ মোহাম্মদ সালাহউদ্দিন, উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি ছাত্র কল্যাণ সমিতি গঠন করা হয় এবং প্রীতি ভোজের মাধ্যমে সমাপ্তি হয়।
৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১৬ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে