কলমাকান্দায় "শেখ রাসেল দিবস" পালিত
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দায় "শেখ রাসেল দিবস" পালিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃআল মামুন, কলমাকান্দা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গৌরাঙ্গ দাস, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা সরকারী কলেজের উপাধক্ষ মোজাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু, কলমাকান্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াছ, উপজেলা আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিস এর প্রতিনিধি বৃন্দ
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ঢাকা ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে জন্ম গ্রহণ করেন। আজ ছিল শেখ রাসেলের ৬০ তম জন্ম দিবস। দিবসটির প্রতিপাদ্য ছিল" শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক,নির্মল, দুর্জয়"।
৩৫৩ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৭৫ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৪০৩ দিন ২০ ঘন্টা ৫ মিনিট আগে
৪১১ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৩২ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৪৩৮ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৪৪১ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে
৪৫৯ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে