গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে বিভিন্ন স্থানে ফুটপাত সড়ক,বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
গতকাল (১৫ মে) সোমবার ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন এ অভিযান পরিচালনা করেন।
এ-সময় ১০টিঅবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এব্যাপারে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রানীগঞ্জ বাজার এলাকায় বিভিন্ন রাস্তা দখল করে একশ্রেণির লোকজন দোকানপাট বসিয়ে ব্যবসা করে আসছিলো।
রানীগঞ্জ ভূমি সহকারী কর্মকর্তা আঃ হাই ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন (খোকা) সড়কে যানযট নিরসনে ও সরকারি খাস জায়গা দখল অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বাজারে নির্দেশনা দিলেও ব্যবসায়ীরা তাদের নিজ ইচ্ছামতো ব্যবসা চালিয়ে যাওয়ায় ফলে ব্যস্ততম এই বাজারে সবসময় যানজট লেগেই থাকতো। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উল্লেখ্য যে,উপজেলা প্রশাসন রানীগঞ্জ বাজারে দু'বার স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোন এক অদৃশ্য কারণে পুনরায় দখল হয়ে যায়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন বলেন,উপজেলা প্রশাসনের কাছে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে (সোমবার ) দুপুরে রানীগঞ্জ বাজার এলাকায় আনুমানিক ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।এই উচ্ছেদ অভিযানের পর যদি কেউ পূণরায় অবৈধ ভাবে দোকান বা স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমএ ওহাব খাঁন খোকা, থানার উপ-পরিদর্শক নিউটন, গ্রাম পুলিশসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
৪৭৬ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে
৪৯২ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৫২৬ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫৪৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৫৬০ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে
৫৮৯ দিন ১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
৫৯৫ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৯৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে